logo
নাদুড়িয়া ইসলামিয়া দাখিল মাদরাসা
পারখিদিরপুর,আটঘরিয়া, পাবনা, স্থাপিত - ১৯৯৫ খ্রি.

সাম্প্রতিক খবর
প্রয়োজনীয় বিষয়াদী
শিক্ষকগণের তথ্য
গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির তথ্য
কর্মচারীগণের তথ্য
নোটিস বোর্ড
ডাউনলোড কর্ণার
একাডেমিক ফলাফল
বোর্ড ফলাফল
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Public Library
NCTB
Ministry of Education
Bangladesh Portal
Banbeis.gov.bd
ফটো অ্যালবাম

বিদ্যালয়ের ছবি

College Field

Teacher

Our LAB

সবগুলো দেখতে এখানে ক্লিক করুন

ক্রিয়াকলাপ



ক্রিয়াকলাপ



মাদরাসার ধারণা

একটি আদর্শ মাদরাসায় কেন্দ্রীয় মাদরাসার সমমানের পরিকাঠামো ও সুযোগসুবিধা থাকবে। ছাত্র-শিক্ষকের যথাযথ অনুপাত, আইসিটির ব্যবহার, শিক্ষার সুস্থ পরিবেশ, উপযুক্ত পাঠক্রম এবং মান ও ফলাফলের উপর জোর দেওয়া হবে।

মাদরাসার বৈশিষ্ট্য

  • ১। আদর্শ মাদরাসায় যে শিক্ষা দেওয়া হবে তা হবে সর্বাত্মক চরিত্রের। সেখানে কেতাবি শিক্ষা ছাড়াও শারীরিক, মানসিক ও রুচির বিকাশের দিকেও লক্ষ রাখা হবে।
  • ২। হয় একেবারে নতুন বিদ্যালয় স্থাপন করা যেতে পারে অথবা বর্তমান কোনও বিদ্যালয়কে আদর্শ স্কুলে পরিবর্তিত করা যেতে পারে।
  • ৩। এই সব মাদরাসায় কেতাবি শিক্ষা ছাড়াও খেলাধূলা ও আনুষঙ্গিক কার্যকলাপের উপযুক্ত পরিকাঠামো থাকবে। খেলাধূলা, আমোদপ্রমোদ ও বাইরের ক্রিয়াকলাপের ব্যবস্থা থাকবে। আদর্শ বিদ্যালয়ে মাঠ, বাগান, অডিটোরিয়াম থাকবে।
  • ৪। পাঠক্রম আঞ্চলিক সংস্কৃতি এবং পরিবেশের সঙ্গে মানানসই এবং শিক্ষা কার্যকলাপভিত্তিক হবে।
  • ৫। এই সব মাদরাসায় যথেষ্ট পরিমাণে আইসিটি পরিকাঠামো, ইন্টারনেট সংযোগ ও পুরো সময়ের কম্পিউটর শিক্ষক থাকবে।
  • ৬। শিক্ষক ছাত্রের অনুপাত ১:২৫-এর বেশি হবে না এবং কক্ষে অন্তত ৩০ জন ছাত্রের জায়গা থাকবে। কোনও ভাবেই শ্রেণিতে ছাত্রের অনুপাত ১:৪০ এর বেশি হবে না।
  • ৭। এই সব মাদরাসায় নির্দিষ্ট বিষয়গুলির শিক্ষক ছাড়াও কলা ও সংগীতের শিক্ষক থাকবে এবং ভারতীয় ঐতিহ্য অনুযায়ী শিল্প ও কলা চর্চার সুবিধা থাকবে।
  • ৮। বিজ্ঞান, গণিত ও ইংরাজি শিক্ষার উপর জোর দেওয়া যেতে পারে। প্রয়োজনে দুর্বল ছাত্রদের সুবিধার্থে সেতু বন্ধনের বিশেষ পাঠক্রম চালু করা যেতে পারে।
  • ৯। নেতৃত্বের গুণ, দলগত মনোভাব, অংশগ্রহণের ক্ষমতা, বাস্তব জীবনের মোকাবিলার জন্য সাধারণ পারদর্শিতা এবং সক্ষমতা বিকাশ ইত্যাদির জন্য বিদ্যালয়ের কার্যক্রমে উপযুক্ত বস্তু/ বিষয় থাকবে।
  • ১০। স্বাস্থ্যশিক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
  • ১১। ভালো গ্রন্থাগার থাকবে যেখান থেকে ছাত্র ও শিক্ষকরা বই ও পত্রপত্রিকা পেতে পারে।
  • ১২। বাইরের ক্রিয়াকলাপ এবং শিক্ষামূলক ভ্রমণ বিদ্যালয়ের কার্যক্রমের আবশ্যিক অঙ্গ হবে।
  • ১৩। শিক্ষাদানের মাধ্যম ঠিক করার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের উপর। তবে যা-ই হোক না কেন, ইংরিজি ভাষা ও ইংরিজিতে কথা বলা শেখার উপর বিশেষ জোর দেওয়া হবে।
  • ১৪। কোন শিক্ষা পর্ষদের সঙ্গে একটি আদর্শ বিদ্যালয় সম্বন্ধিত হবে সেটা রাজ্য সরকার ঠিক করবে।
  • ১৫। স্বাধীন ভাবে ভর্তির পরীক্ষার মাধ্যমে ছাত্র নির্বাচন করা হবে।
  • ১৬। অধ্যক্ষ এবং শিক্ষক নিয়োগও হবে স্বাধীন পদ্ধতিতে, যা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
  • ১৭। আদর্শ মাদরাসায় উপযুক্ত গতিশীলতা তৈরির কাজ করবে যাতে আশেপাশের অন্যান্য বিদ্যালয়ও উপকৃত হয়।


এক নজরে গুরুত্বপূর্ণ মেন্যু